কলাপাড়ায় অসহয় শিশুর চিকিৎসায় বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলাপাড়ায় অসহয় শিশুর চিকিৎসায় বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৩, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ
A- A A+ Print

কলাপাড়ায় অসহয় শিশুর চিকিৎসায় বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ

ইমন আল আহসান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র ওমর ফারুকের জীবনের অমানিশার অন্ধকার নেমে আসে এ বছরের শুরুতে।

এক রৌদ্রজ্জ্বল সকালে যখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে ওমর। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষণিক সময়ের জন্য সুস্থ্য হলেও আবার অসুস্থ্য হয়ে পড়ে সে। ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়।

সেখানে ধরা পড়ে তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। প্রায় তিন বছর আগে স্বামী কালামকে হারিয়ে যে সন্তানের মুখ চেয়ে কঠোর শ্রম বিক্রি করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলো ওমরের অসহায় মা শেফালী বেগম। ছেলের এ অসুস্থতার খবরে সে ভেঙ্গে পড়ে।

নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে ছেলের চিকিৎসা করালেও দেড় লাখ টাকার কারনে বন্ধ হয়ে যায় ওমরের চিকিৎসা। এতে ক্রমশ মৃত্যুর দিকে পতিত হয় ওমর ফারুক। ছেলের চিকিৎসা খরচ যোগাতে অষ্টম শ্রেণি পড়–য়া মেয়ে রিয়ামনিরও পড়া লেখা বন্ধ হয়ে যায়।

এ অসহায় পরিবারের দূরাবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ করলে এগিয়ে কলাপাড়ার বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সদস্যরা।

বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদের উপজেলা সম্পাদক মহব্বাত হোসেন, পৌর সভাপতি এস এম হারুন অর রশিদ মুক্তা, সিনিয়ার সহ সভাপতি এস কে রঞ্জন, সম্পাদক স্বজল কর্মকার, সহ- সভাপতি শামিম বেপারী বলেন, সদা হাস্যোজ্জল ওমরের মলিন মুখ তাঁদের ব্যথিত করেছে।

এই কৈশোরে দূরারোগ্য রোগে আক্রান্ত হলেও তার চোখে বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি দেখে আমরা শক্তি পাই কিছু করার। তাঁরা বলেন, এই শিশু চিকিৎসার টাকা সংগ্রহের জন্য কলাপাড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে সহায়তা প্রার্থনা করে। শিক্ষার্থীরা তাঁদের একদিনের টিফিনের টাকা ওমরের চিকিৎসা সহায়তা ফান্ডে প্রদান করেন।

একই সাথে এগিয়ে আসে সমাজের দানশীল ব্যক্তিরা। মাত্র কয়েকদিনে তাঁরা এক লাখ টাকা সংগ্রহ করেন। সোমবার রাত আটটায় ওমরের চিকিৎসার জন্য এ টাকা তাঁর মা শেফালী বেগমের হাতে হস্তান্তর করা হয়।

কলাপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান এ শিশুর চিকিৎসা ফান্ডে আরও ৫০ হাজার টাকা প্রদান করেন।

বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সংবাদকর্মী মেজবাহউদ্দিন মাননু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম।

অনুষ্ঠানে ওমর ফারুকের মা শেফালীর বেগমের হাতে প্রধান অতিথি চিকিৎসা টাকা তুলে দেন এবং তাঁকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। কিন্তু আর্থিক সংকটে অষ্টম শ্রেণি পড়–য়া রিয়ামনির পড়াশোনা বন্ধ হওয়ার পথে।

এছাড়া চিকিৎসা পরবর্তী ওমরের আরও কয়েক লাখ টাকা দরকার। এজন্য তাঁরা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

দৈনিক বরিশাল ২৪

কলাপাড়ায় অসহয় শিশুর চিকিৎসায় বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদ

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

ইমন আল আহসান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের বেতমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র ওমর ফারুকের জীবনের অমানিশার অন্ধকার নেমে আসে এ বছরের শুরুতে।

এক রৌদ্রজ্জ্বল সকালে যখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে ওমর। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষণিক সময়ের জন্য সুস্থ্য হলেও আবার অসুস্থ্য হয়ে পড়ে সে। ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নেয়া হয়।

সেখানে ধরা পড়ে তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। প্রায় তিন বছর আগে স্বামী কালামকে হারিয়ে যে সন্তানের মুখ চেয়ে কঠোর শ্রম বিক্রি করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলো ওমরের অসহায় মা শেফালী বেগম। ছেলের এ অসুস্থতার খবরে সে ভেঙ্গে পড়ে।

নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে ছেলের চিকিৎসা করালেও দেড় লাখ টাকার কারনে বন্ধ হয়ে যায় ওমরের চিকিৎসা। এতে ক্রমশ মৃত্যুর দিকে পতিত হয় ওমর ফারুক। ছেলের চিকিৎসা খরচ যোগাতে অষ্টম শ্রেণি পড়–য়া মেয়ে রিয়ামনিরও পড়া লেখা বন্ধ হয়ে যায়।

এ অসহায় পরিবারের দূরাবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ করলে এগিয়ে কলাপাড়ার বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সদস্যরা।

বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদের উপজেলা সম্পাদক মহব্বাত হোসেন, পৌর সভাপতি এস এম হারুন অর রশিদ মুক্তা, সিনিয়ার সহ সভাপতি এস কে রঞ্জন, সম্পাদক স্বজল কর্মকার, সহ- সভাপতি শামিম বেপারী বলেন, সদা হাস্যোজ্জল ওমরের মলিন মুখ তাঁদের ব্যথিত করেছে।

এই কৈশোরে দূরারোগ্য রোগে আক্রান্ত হলেও তার চোখে বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি দেখে আমরা শক্তি পাই কিছু করার। তাঁরা বলেন, এই শিশু চিকিৎসার টাকা সংগ্রহের জন্য কলাপাড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে সহায়তা প্রার্থনা করে। শিক্ষার্থীরা তাঁদের একদিনের টিফিনের টাকা ওমরের চিকিৎসা সহায়তা ফান্ডে প্রদান করেন।

একই সাথে এগিয়ে আসে সমাজের দানশীল ব্যক্তিরা। মাত্র কয়েকদিনে তাঁরা এক লাখ টাকা সংগ্রহ করেন। সোমবার রাত আটটায় ওমরের চিকিৎসার জন্য এ টাকা তাঁর মা শেফালী বেগমের হাতে হস্তান্তর করা হয়।

কলাপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান এ শিশুর চিকিৎসা ফান্ডে আরও ৫০ হাজার টাকা প্রদান করেন।

বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সংবাদকর্মী মেজবাহউদ্দিন মাননু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম।

অনুষ্ঠানে ওমর ফারুকের মা শেফালীর বেগমের হাতে প্রধান অতিথি চিকিৎসা টাকা তুলে দেন এবং তাঁকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। কিন্তু আর্থিক সংকটে অষ্টম শ্রেণি পড়–য়া রিয়ামনির পড়াশোনা বন্ধ হওয়ার পথে।

এছাড়া চিকিৎসা পরবর্তী ওমরের আরও কয়েক লাখ টাকা দরকার। এজন্য তাঁরা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত