ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১১:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় বুলবুলের আক্রমণে যখন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ নিজেদের ঘর-বাড়ি, সম্পদ রক্ষায় ব্যতিব্যস্ত, হুমায়রা বেগমের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। তাই প্রলয়কারী এই দুর্যোগের নামের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় বুলবুলি।

আজ শনিবার বেলা দেড়টার দিকে জন্ম নেয় বুলবুলি আক্তার বন্যা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে জন্ম তার। মেয়ে ও মা দুজনেই ভালো আছেন। বর্তমানে কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকায় নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের বাড়িতে তারা আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবার নাম আবুল কালাম। পেশায় তিনি ডেকোরেটর শ্রমিক। মেয়ের জন্মের পর তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মোরা গরিব মানু (মানুষ)। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লইগ্যা দোয়া করবেন।’

বুলবুলির জন্মের পর খবর পেয়ে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের সঙ্গে যোগযোগ করা হয়। তিনি বলেন, ‘নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে খবর পেয়ে সেখানে ছুটে যাই। তারা গরিব পরিবারের। আবাসনের ভাঙা ঘর, সুব্যবস্থাও নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে জানার পর সেটির সঙ্গে মিল রেখে তার মায়ের সঙ্গে আলাপ করে শিশুটির নাম বুলবুলি রাখা হয়েছে বলেও জানান শাহেলা পারভীন।

দৈনিক বরিশাল ২৪

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় বুলবুলের আক্রমণে যখন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ নিজেদের ঘর-বাড়ি, সম্পদ রক্ষায় ব্যতিব্যস্ত, হুমায়রা বেগমের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। তাই প্রলয়কারী এই দুর্যোগের নামের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় বুলবুলি।

আজ শনিবার বেলা দেড়টার দিকে জন্ম নেয় বুলবুলি আক্তার বন্যা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে জন্ম তার। মেয়ে ও মা দুজনেই ভালো আছেন। বর্তমানে কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকায় নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের বাড়িতে তারা আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবার নাম আবুল কালাম। পেশায় তিনি ডেকোরেটর শ্রমিক। মেয়ের জন্মের পর তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মোরা গরিব মানু (মানুষ)। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লইগ্যা দোয়া করবেন।’

বুলবুলির জন্মের পর খবর পেয়ে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের সঙ্গে যোগযোগ করা হয়। তিনি বলেন, ‘নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে খবর পেয়ে সেখানে ছুটে যাই। তারা গরিব পরিবারের। আবাসনের ভাঙা ঘর, সুব্যবস্থাও নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে জানার পর সেটির সঙ্গে মিল রেখে তার মায়ের সঙ্গে আলাপ করে শিশুটির নাম বুলবুলি রাখা হয়েছে বলেও জানান শাহেলা পারভীন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ