ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা

 সোহেব চৌধুরী, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় সাগরী সিনেমা হল। ঐতিহ্যবাহী এ সিনেমাহলটি প্রায় ৪দশক ধরে দর্শক মাতানো সিনেমা প্রদর্শণ করে সুনামের সাথে। দির্ঘ ২বছর যাবত মানহীন সিনেমা, অনুন্নত পরিবেশ, হল আধুনিকায়ন না হওয়া, হাতের মুঠোয় ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্সে সিনেমা দেখার সুযোগের কারণে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।

তাই সিনেমাহলটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়ে চিকিৎসা সেবার জন্য নতুন করে দৃষ্টিনন্দন ও অত্যাধুনিকমানের একটি ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তরিত করা হয়। নাম দেওয়া হয় টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার।

এ ডায়াগনস্টিক সেন্টারটি (রোববার ১০নভেম্বর) বিকেলে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এসময় উপস্থিত ছিলেন,মরহুম টুনু চৌধুরীর সহধর্মিণী, ভোলা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় মহিলা পরিষদ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সালেহা আক্তার চৌধুরী বুলবুল, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

এসময় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৪ সালে সাগরী সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় তা আজ বিলুপ্ত হয়ে গেছে। সিনেমাহলের রূপালী আলো নিভে গেলেও তা আজ প্রতিষ্ঠিত হয়েছে মানবসেবার উজ্জ্বলিত আলোয়।

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজাপুর ইউনিয়নের দীর্ঘ ২৮ বছরের চেয়ারম্যান মরহুম টুনু চৌধুরীর ছেলে ও টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর বলেন, আমার মরহুম পিতা তার জীবদ্দশায় এখানে একটি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি ওসিয়ত করে যান।

যার ধারাবাহিকতায় ভোলা জেলার সর্বোচ্চ ও প্রারম্ভিক বিনিয়োগের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চরফ্যাশন ও মনপুরার দুর্গম চরাঞ্চলের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা।

আমাদের এখানে ইউরোপিয়ান মেশিনারিজ সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাবরেটরি,সম্পূর্ণ কম্পিউটারাইজড ডায়গনস্টিক টুলস, বিখ্যাত ফুজি ব্রান্ডের ৫০০ এমএ এক্সরে মেশিন এবং সিআর প্রিন্টার,আমেরিকার স্বনামধন্য ফিলিপস কোম্পানির ফোর ডি আল্ট্রাসনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম মেশিন, ১২ চ্যানেলের ইসিজি মেশিন দ্বারা বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার কাজ করা হবে।

ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর আরোও বলেন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার কয়েক লক্ষ ডায়াবেটিস রোগীর কষ্ট লাঘবে এখানে স্থাপিত হতে যাচ্ছে বারডেম অনুমোদিত “চরফ্যাশন ডায়াবেটিস সেন্টার” এখান থেকে ডায়াবেটিস রোগীরা বারডেমের বই পাবেন। সেই সাথে বারডেমের অনুসৃত ডায়বেটিস চিকিৎসা সেবার সুফল পাবেন এই দক্ষিণ জনপদের অবহেলিত জনগন।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় রূপালি আলো নিভে উজ্জ্বলিত মানবসেবা

রবিবার, নভেম্বর ১০, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ

 সোহেব চৌধুরী, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় সাগরী সিনেমা হল। ঐতিহ্যবাহী এ সিনেমাহলটি প্রায় ৪দশক ধরে দর্শক মাতানো সিনেমা প্রদর্শণ করে সুনামের সাথে। দির্ঘ ২বছর যাবত মানহীন সিনেমা, অনুন্নত পরিবেশ, হল আধুনিকায়ন না হওয়া, হাতের মুঠোয় ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্সে সিনেমা দেখার সুযোগের কারণে সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।

তাই সিনেমাহলটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়ে চিকিৎসা সেবার জন্য নতুন করে দৃষ্টিনন্দন ও অত্যাধুনিকমানের একটি ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তরিত করা হয়। নাম দেওয়া হয় টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার।

এ ডায়াগনস্টিক সেন্টারটি (রোববার ১০নভেম্বর) বিকেলে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এসময় উপস্থিত ছিলেন,মরহুম টুনু চৌধুরীর সহধর্মিণী, ভোলা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় মহিলা পরিষদ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সালেহা আক্তার চৌধুরী বুলবুল, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

এসময় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৪ সালে সাগরী সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় তা আজ বিলুপ্ত হয়ে গেছে। সিনেমাহলের রূপালী আলো নিভে গেলেও তা আজ প্রতিষ্ঠিত হয়েছে মানবসেবার উজ্জ্বলিত আলোয়।

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজাপুর ইউনিয়নের দীর্ঘ ২৮ বছরের চেয়ারম্যান মরহুম টুনু চৌধুরীর ছেলে ও টুনু চৌধুরী মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর বলেন, আমার মরহুম পিতা তার জীবদ্দশায় এখানে একটি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি ওসিয়ত করে যান।

যার ধারাবাহিকতায় ভোলা জেলার সর্বোচ্চ ও প্রারম্ভিক বিনিয়োগের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চরফ্যাশন ও মনপুরার দুর্গম চরাঞ্চলের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা।

আমাদের এখানে ইউরোপিয়ান মেশিনারিজ সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাবরেটরি,সম্পূর্ণ কম্পিউটারাইজড ডায়গনস্টিক টুলস, বিখ্যাত ফুজি ব্রান্ডের ৫০০ এমএ এক্সরে মেশিন এবং সিআর প্রিন্টার,আমেরিকার স্বনামধন্য ফিলিপস কোম্পানির ফোর ডি আল্ট্রাসনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম মেশিন, ১২ চ্যানেলের ইসিজি মেশিন দ্বারা বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার কাজ করা হবে।

ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর আরোও বলেন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার কয়েক লক্ষ ডায়াবেটিস রোগীর কষ্ট লাঘবে এখানে স্থাপিত হতে যাচ্ছে বারডেম অনুমোদিত “চরফ্যাশন ডায়াবেটিস সেন্টার” এখান থেকে ডায়াবেটিস রোগীরা বারডেমের বই পাবেন। সেই সাথে বারডেমের অনুসৃত ডায়বেটিস চিকিৎসা সেবার সুফল পাবেন এই দক্ষিণ জনপদের অবহেলিত জনগন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ