ভারত সফরে যাবেন না গেইল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারত সফরে যাবেন না গেইল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

ভারত সফরে যাবেন না গেইল

চলতি বছরের বাকি সময়টাতে আর ব্যাট এবং গ্লাভস হাতে মাঠে দেখা যাবে না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। বছরের এই সময়টাতে নিজেকে বিশ্রাম দিতে চান তিনি। যে কারণে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে গেইল জানিয়ে দিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবেন না।

টেস্ট ক্রিকেট খেলেন না অনেক আগে থেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলেন নিয়মিত। তবুও জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন টি-টোয়েন্টি খেলেননি ক্রিস গেইল।

যদিও আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রয়েছে দ্য ইউনিভার্স বসের। তবে মাঝে-মধ্যে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তুলতে দেখা যায় তাকে।

সেই গেইলই এখন সিদ্ধান্ত নিলেন সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসবেন না। ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই সিরিজের জন্য দল নির্বাচনের আগে ক্রিস গেইলকে পাওয়া যাবে কি না, সেটা তার কাছেই জানতে চান ওয়েস্ট ইন্ডিজের নির্বারচকরা। সাবেক অল-রাউন্ডার রজার হারপারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে গেইল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভারত সফরে আসতে চান না।

আপাতত তিনি ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতে চান। সে কারণেই চলতি বছরের বাকি সময়টা বিশ্রাম নিয়ে নিজেকে রিচার্জ করতে চাইছেন গেইল। সে সঙ্গে স্থির করতে চান আগামী বছর নিজের ক্যারিয়ারকে ঠিক কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

গেইল নিজেই বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে দলে রাখতে চায়। নির্বাচকরা চান আমি যেন তরুণদের সঙ্গে মাঠে নামি এবং তাদের উদ্বুদ্ধ করি। কিন্তু আমি খেলতে চাচ্ছি না। আপাতত এ বছরের বাকি সময়টা বিশ্রাম নিতে চাই।’

দৈনিক বরিশাল ২৪

ভারত সফরে যাবেন না গেইল

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ

চলতি বছরের বাকি সময়টাতে আর ব্যাট এবং গ্লাভস হাতে মাঠে দেখা যাবে না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। বছরের এই সময়টাতে নিজেকে বিশ্রাম দিতে চান তিনি। যে কারণে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে গেইল জানিয়ে দিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবেন না।

টেস্ট ক্রিকেট খেলেন না অনেক আগে থেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলেন নিয়মিত। তবুও জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন টি-টোয়েন্টি খেলেননি ক্রিস গেইল।

যদিও আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রয়েছে দ্য ইউনিভার্স বসের। তবে মাঝে-মধ্যে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তুলতে দেখা যায় তাকে।

সেই গেইলই এখন সিদ্ধান্ত নিলেন সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসবেন না। ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই সিরিজের জন্য দল নির্বাচনের আগে ক্রিস গেইলকে পাওয়া যাবে কি না, সেটা তার কাছেই জানতে চান ওয়েস্ট ইন্ডিজের নির্বারচকরা। সাবেক অল-রাউন্ডার রজার হারপারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে গেইল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভারত সফরে আসতে চান না।

আপাতত তিনি ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতে চান। সে কারণেই চলতি বছরের বাকি সময়টা বিশ্রাম নিয়ে নিজেকে রিচার্জ করতে চাইছেন গেইল। সে সঙ্গে স্থির করতে চান আগামী বছর নিজের ক্যারিয়ারকে ঠিক কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

গেইল নিজেই বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে দলে রাখতে চায়। নির্বাচকরা চান আমি যেন তরুণদের সঙ্গে মাঠে নামি এবং তাদের উদ্বুদ্ধ করি। কিন্তু আমি খেলতে চাচ্ছি না। আপাতত এ বছরের বাকি সময়টা বিশ্রাম নিতে চাই।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ