‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’

অনলাইন নিউজঃ গত কয়েক দিন ধরেই ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছিল। বোধ হয় মনের সঙ্গে অনেকটা লড়াই করেছেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নিজ থেকেই সরে দাঁড়ালেন। বিসিবিকে বললেন তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে রাখা না হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফির এমন অনুরোধ ফেলতে পারেনি। লুফে নেন ভালোভাবেই। তাতে বিসিবির কেন্দ্রীয় চুক্তির লিস্ট থেকে কাটা পড়ে মাশরাফির নাম।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তি রাখা না রাখা নিয়ে বেশ চাপে ছিল বিসিবি। দফায় দফায় এ নিয়ে আলোচনা হয়। সেজন্য সব কিছু ঠিকঠাক করেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বোর্ড। তবে মাশরাফি নিজ থেকে সরে যাওয়ায় অনেকে অবাক হয়েছেন। অনেকে এমনটা কল্পনাও করেননি।

যদিও মাশরাফির এমন অনুরোধ আরেক ক্রিকেটারের জন্যই। তিনি না-কি আরেকজনকে জায়গা করে দিতেই নিজের নাম কাটতে বলেছেন। জানা গেল অনেকটা অভিমান নিয়েই তিনি বিসিবি কর্তাদের বলে দেন তার নাম বাদ দিতে। যার সারমর্ম এমন, ‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন। আর আমি না থাকলে তো আরেকটা ক্রিকেটার সুযোগ পাবে।’

অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন আভাস দিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিসিবি কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির না থাকার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে বলেন, ‘মাশরাফি অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তার বদলে আরেকজনকে চুক্তির আওতায় আনার অনুরোধ করেছেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। তার অনুরোধের প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন মাশরাফি।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি ছিলেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে পেতেন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে মাশরাফি ছাড়াও ছিলেন আরও চারজন। এরা হলেন-সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে অনুমিতভাবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব।

দৈনিক বরিশাল ২৪

‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ

অনলাইন নিউজঃ গত কয়েক দিন ধরেই ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছিল। বোধ হয় মনের সঙ্গে অনেকটা লড়াই করেছেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নিজ থেকেই সরে দাঁড়ালেন। বিসিবিকে বললেন তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে রাখা না হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফির এমন অনুরোধ ফেলতে পারেনি। লুফে নেন ভালোভাবেই। তাতে বিসিবির কেন্দ্রীয় চুক্তির লিস্ট থেকে কাটা পড়ে মাশরাফির নাম।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তি রাখা না রাখা নিয়ে বেশ চাপে ছিল বিসিবি। দফায় দফায় এ নিয়ে আলোচনা হয়। সেজন্য সব কিছু ঠিকঠাক করেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বোর্ড। তবে মাশরাফি নিজ থেকে সরে যাওয়ায় অনেকে অবাক হয়েছেন। অনেকে এমনটা কল্পনাও করেননি।

যদিও মাশরাফির এমন অনুরোধ আরেক ক্রিকেটারের জন্যই। তিনি না-কি আরেকজনকে জায়গা করে দিতেই নিজের নাম কাটতে বলেছেন। জানা গেল অনেকটা অভিমান নিয়েই তিনি বিসিবি কর্তাদের বলে দেন তার নাম বাদ দিতে। যার সারমর্ম এমন, ‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন। আর আমি না থাকলে তো আরেকটা ক্রিকেটার সুযোগ পাবে।’

অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন আভাস দিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিসিবি কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির না থাকার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে বলেন, ‘মাশরাফি অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তার বদলে আরেকজনকে চুক্তির আওতায় আনার অনুরোধ করেছেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। তার অনুরোধের প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন মাশরাফি।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি ছিলেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে পেতেন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে মাশরাফি ছাড়াও ছিলেন আরও চারজন। এরা হলেন-সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে অনুমিতভাবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত