ভিনদেশি সংস্কৃতির আদলে পটুয়াখালীতে জন্মদিন উদযাপন, সুশীল সমাজের ক্ষোভ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভিনদেশি সংস্কৃতির আদলে পটুয়াখালীতে জন্মদিন উদযাপন, সুশীল সমাজের ক্ষোভ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৩, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভিনদেশি সংস্কৃতির আদলে পটুয়াখালীতে জন্মদিন উদযাপন, সুশীল সমাজের ক্ষোভ

অনলাইন নিউজঃ কখনও ল্যাম্পপোস্টে আবার কখনও গাছের সঙ্গে হাত-পা বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করছে পটুয়াখালীর একদল শিক্ষার্থী।

তাদের অদ্ভুত জন্মদিন উদযাপনকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে এমন জন্মদিন উদযাপন বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব দেখে অদ্ভুত কিছু একটা তৈরির ঘটনা নতুন নয়। পশ্চিমা সংস্কৃতি হুবহু নকল করার ঘটনাও ঘটেছে। এবার তার সঙ্গে যুক্ত হলো অদ্ভুত জন্মদিন উদযাপন।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুক ও ইউটিউব দেখে ভিনদেশি সংস্কৃতির আদলে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করেছে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তাদের জন্মদিন উদযাপন।

গত ২০ ডিসেম্বর ছিল শহরের সেন্টারপাড়া এলাকার বাসিন্দা পুষ্পিতার (ছদ্মনাম-ঠিকানা) ১৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে শীতের বিকেলে সড়কের ওপর এই কিশোরীর শরীরে ময়দা গুলিয়ে পানি মাখা হয়। এরপর তার মাথায় একে একে ডিম ভাঙেন বন্ধুরা। এ অবস্থায় তার ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে পুষ্পিতা।

গত ২৭ নভেম্বর ছিল সদর উপজেলার বাসিন্দা আরমান আলীর (ছদ্মনাম) ১৮তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধা হয়। এরপর পুরো শরীরে পেঁচানো হয়। এ অবস্থায় তার মাথায় ডিম ভাঙেন বন্ধুরা। সেই সঙ্গে চলে আনন্দ-উল্লাস। প্রথমে এ ঘটনা দেখে ভয় পেলেও পরে খোঁজ নিয়ে স্থানীয়রা জানতে পারেন জন্মদিন উদযাপন।

চলতি বছরের ১ জানুয়ারি ছিল আরমান আলীর বন্ধু আকাশের ১৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাকেও ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে অদ্ভুত জন্মদিন উদযাপন করে বন্ধুরা।

একইভাবে বন্ধু বিলাসের ১৯তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) কলাপাড়া শহরের শহীদ মিনার চত্বরে অদ্ভুত জন্মদিন পালন করা হয়। পুরো শরীরে ময়দা গুলিয়ে পানি ঢেলে মাথায় ডিম ভেঙে বিলাসের জন্মদিন উদযাপন করে বন্ধুরা।

প্রসঙ্গত, এরা সবাই পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এজন্য এদের ছদ্ম নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে।

এভাবে জন্মদিন পালনের বিষয়ে জানতে চাইলে বিলাস বলেন, আসলে আমরা সবাই এভাবে অভ্যস্ত। জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ পার্টি দেয়া হয়। সেখানে কেক কাটা হয়। অন্যান্য বছরের চেয়ে এবার আরও চমকপ্রদ ছিল আমার জন্মদিন উদযাপন। আমাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধা হয়। দুই হাত এবং কোমরে রশি বেঁধে ৩৫ বন্ধু ৩৫টি ডিম আমার মাথায় ভাঙে। পুরো শরীরে ময়দা মেখে জন্মদিন উদযাপন করেছি আমরা। এবারের জন্মদিন আমার সারাজীবন মনে থাকবে। ওই দিন রাতে কেক কেটে সব বন্ধুর অংশগ্রহণে জন্মদিনের দ্বিতীয় পর্ব পালন করা হয়। গত চার বছর ধরে এভাবেই জন্মদিন উদযাপন করছি আমরা। এতে আমরা অনেক মজা পাই, আনন্দ পাই।

বিলাসের আরেক বন্ধু জিসান বলেন, আমাদের ৩৫ বন্ধুর মধ্যে যার যেদিন জন্মদিন থাকে সেদিন সকালে তাকে ল্যাম্পপোস্টে বাঁধা হয়। তার পুরো শরীর রশি দিয়ে পেঁচানো হয়। পরে ময়দা গুলিয়ে পুরো শরীরে পানি ঢালা হয়। সেই সঙ্গে মাখা হয় রঙ। এরপর তার মাথায় ডিম ভেঙে জন্মদিন উদযাপন করা হয়। রাতে সবাই শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে বসে কেক কেটে জমকালো আয়োজনে জন্মদিন পালন করি। এটি আমাদের ব্যতিক্রমী আনন্দ ও উদযাপন।

তবে এদের অদ্ভুত জন্মদিন উদযাপনকে সামাজিক অবক্ষয় উল্লেখ করে পটুয়াখালী ইউথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, অদ্ভুত এই জন্মদিন উদযাপন অপসংস্কৃতি এবং সামাজিক অবক্ষয়। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অভাবে এসব কর্মকাণ্ড করে বেড়ায় কিছু তরুণ। এটি অন্যদের জন্য হুমকি। এভাবে জন্মদিন পালন একসময় সহিংস আকার ধারণ করবে।

তিনি বলেন, জন্মদিন পালনের নামে ল্যাম্পপোস্টে বেঁধে পুরো শরীরে ময়দা মেখে মাথায় ডিম ভাঙা দেখলে মনে হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এসবের প্রভাবে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। জন্মদিন পালনের নামে মাদক সেবন, খুন এমনকি ধর্ষণেও জড়িয়ে গেছে এই প্রজন্মের কতিপয় তরুণ-তরুণী।

সুশীল সমাজের প্রতিনিধি গোলাম আহাদ বলেন, এসব কেমন ধরনের জন্মদিন উদযাপন আমি বুঝতেছি না। জন্মদিন পালনের এমন সংস্কৃতি কোথায় পেল তারা। হাঁত-পা বেঁধে মাথায় ডিম ভাঙা, ময়দায় পানি মিশিয়ে, আবার কালো রঙ কিংবা মাটি দিয়ে পুরো শরীরে মাখা দেয়া এসব কিসের লক্ষণ? আমার মনে হয় এসব মানসিক অসুস্থতা। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। না হলে আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের অধ্যাপক গোলাম রহমান বলেন, অদ্ভুত জন্মদিন যারা উদযাপন করছে তাদের মা-বাবাও এসব পছন্দ করেন না। কোনো সুস্থ মা-বাবা এসব সমর্থন করেন না। এসব উদযাপন প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক অবক্ষয়। সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয়, পারিবারিক মূল্যবোধের অভাব এবং নৈতিক অবক্ষয়ের ভয়ঙ্কর এক চিত্র এসব উদযাপনে ফুটে উঠেছে। এসব অপসংস্কৃতি বন্ধ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

দৈনিক বরিশাল ২৪

ভিনদেশি সংস্কৃতির আদলে পটুয়াখালীতে জন্মদিন উদযাপন, সুশীল সমাজের ক্ষোভ

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ কখনও ল্যাম্পপোস্টে আবার কখনও গাছের সঙ্গে হাত-পা বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করছে পটুয়াখালীর একদল শিক্ষার্থী।

তাদের অদ্ভুত জন্মদিন উদযাপনকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে এমন জন্মদিন উদযাপন বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব দেখে অদ্ভুত কিছু একটা তৈরির ঘটনা নতুন নয়। পশ্চিমা সংস্কৃতি হুবহু নকল করার ঘটনাও ঘটেছে। এবার তার সঙ্গে যুক্ত হলো অদ্ভুত জন্মদিন উদযাপন।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুক ও ইউটিউব দেখে ভিনদেশি সংস্কৃতির আদলে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করেছে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তাদের জন্মদিন উদযাপন।

গত ২০ ডিসেম্বর ছিল শহরের সেন্টারপাড়া এলাকার বাসিন্দা পুষ্পিতার (ছদ্মনাম-ঠিকানা) ১৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে শীতের বিকেলে সড়কের ওপর এই কিশোরীর শরীরে ময়দা গুলিয়ে পানি মাখা হয়। এরপর তার মাথায় একে একে ডিম ভাঙেন বন্ধুরা। এ অবস্থায় তার ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে পুষ্পিতা।

গত ২৭ নভেম্বর ছিল সদর উপজেলার বাসিন্দা আরমান আলীর (ছদ্মনাম) ১৮তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধা হয়। এরপর পুরো শরীরে পেঁচানো হয়। এ অবস্থায় তার মাথায় ডিম ভাঙেন বন্ধুরা। সেই সঙ্গে চলে আনন্দ-উল্লাস। প্রথমে এ ঘটনা দেখে ভয় পেলেও পরে খোঁজ নিয়ে স্থানীয়রা জানতে পারেন জন্মদিন উদযাপন।

চলতি বছরের ১ জানুয়ারি ছিল আরমান আলীর বন্ধু আকাশের ১৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাকেও ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে অদ্ভুত জন্মদিন উদযাপন করে বন্ধুরা।

একইভাবে বন্ধু বিলাসের ১৯তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) কলাপাড়া শহরের শহীদ মিনার চত্বরে অদ্ভুত জন্মদিন পালন করা হয়। পুরো শরীরে ময়দা গুলিয়ে পানি ঢেলে মাথায় ডিম ভেঙে বিলাসের জন্মদিন উদযাপন করে বন্ধুরা।

প্রসঙ্গত, এরা সবাই পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এজন্য এদের ছদ্ম নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে।

এভাবে জন্মদিন পালনের বিষয়ে জানতে চাইলে বিলাস বলেন, আসলে আমরা সবাই এভাবে অভ্যস্ত। জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ পার্টি দেয়া হয়। সেখানে কেক কাটা হয়। অন্যান্য বছরের চেয়ে এবার আরও চমকপ্রদ ছিল আমার জন্মদিন উদযাপন। আমাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধা হয়। দুই হাত এবং কোমরে রশি বেঁধে ৩৫ বন্ধু ৩৫টি ডিম আমার মাথায় ভাঙে। পুরো শরীরে ময়দা মেখে জন্মদিন উদযাপন করেছি আমরা। এবারের জন্মদিন আমার সারাজীবন মনে থাকবে। ওই দিন রাতে কেক কেটে সব বন্ধুর অংশগ্রহণে জন্মদিনের দ্বিতীয় পর্ব পালন করা হয়। গত চার বছর ধরে এভাবেই জন্মদিন উদযাপন করছি আমরা। এতে আমরা অনেক মজা পাই, আনন্দ পাই।

বিলাসের আরেক বন্ধু জিসান বলেন, আমাদের ৩৫ বন্ধুর মধ্যে যার যেদিন জন্মদিন থাকে সেদিন সকালে তাকে ল্যাম্পপোস্টে বাঁধা হয়। তার পুরো শরীর রশি দিয়ে পেঁচানো হয়। পরে ময়দা গুলিয়ে পুরো শরীরে পানি ঢালা হয়। সেই সঙ্গে মাখা হয় রঙ। এরপর তার মাথায় ডিম ভেঙে জন্মদিন উদযাপন করা হয়। রাতে সবাই শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে বসে কেক কেটে জমকালো আয়োজনে জন্মদিন পালন করি। এটি আমাদের ব্যতিক্রমী আনন্দ ও উদযাপন।

তবে এদের অদ্ভুত জন্মদিন উদযাপনকে সামাজিক অবক্ষয় উল্লেখ করে পটুয়াখালী ইউথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, অদ্ভুত এই জন্মদিন উদযাপন অপসংস্কৃতি এবং সামাজিক অবক্ষয়। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অভাবে এসব কর্মকাণ্ড করে বেড়ায় কিছু তরুণ। এটি অন্যদের জন্য হুমকি। এভাবে জন্মদিন পালন একসময় সহিংস আকার ধারণ করবে।

তিনি বলেন, জন্মদিন পালনের নামে ল্যাম্পপোস্টে বেঁধে পুরো শরীরে ময়দা মেখে মাথায় ডিম ভাঙা দেখলে মনে হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এসবের প্রভাবে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। জন্মদিন পালনের নামে মাদক সেবন, খুন এমনকি ধর্ষণেও জড়িয়ে গেছে এই প্রজন্মের কতিপয় তরুণ-তরুণী।

সুশীল সমাজের প্রতিনিধি গোলাম আহাদ বলেন, এসব কেমন ধরনের জন্মদিন উদযাপন আমি বুঝতেছি না। জন্মদিন পালনের এমন সংস্কৃতি কোথায় পেল তারা। হাঁত-পা বেঁধে মাথায় ডিম ভাঙা, ময়দায় পানি মিশিয়ে, আবার কালো রঙ কিংবা মাটি দিয়ে পুরো শরীরে মাখা দেয়া এসব কিসের লক্ষণ? আমার মনে হয় এসব মানসিক অসুস্থতা। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। না হলে আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের অধ্যাপক গোলাম রহমান বলেন, অদ্ভুত জন্মদিন যারা উদযাপন করছে তাদের মা-বাবাও এসব পছন্দ করেন না। কোনো সুস্থ মা-বাবা এসব সমর্থন করেন না। এসব উদযাপন প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক অবক্ষয়। সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয়, পারিবারিক মূল্যবোধের অভাব এবং নৈতিক অবক্ষয়ের ভয়ঙ্কর এক চিত্র এসব উদযাপনে ফুটে উঠেছে। এসব অপসংস্কৃতি বন্ধ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ