ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:১২ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

এ কে এম গিয়াস উদ্দিন, ভোলাঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন  উপজেলায় চলতি মৌসুমে গোল আলুর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলার ২২টি ইউনিয়নের চাষযোগ্য জমিতে এখন দেখা যাচ্ছে শুধু সবুজ আলুগাছের নিকানো প্রান্তর। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার কারনে আলু গাছ ভালো অবস্থায় রয়েছে, তবে আকার ২০ থেকে ২৫দিন আবহাওয়া এরকম অনুকূলে থাকলে চরফ্যাসন উপজেলায় গোল আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন, কৃষক ও কৃষি কর্মকর্তারা।

চরফ্যাসন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, এ বছর চরফ্যাসন উপজেলায় গত বছর প্রায় ২ হাজার ২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, সে অনুযায়ী এ বছর অালু চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ২৫ হেক্টর, তবে  চাষ হয়েছে ২ হাজার ২০ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, গত মৌসুমে অতি বৃষ্টির কারণে আলু চাষে কিছুটা লোকসান হওয়ায় এ বছর ৫ হেক্টর কম জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে এখন থেকে ঘন কুয়াশা ও বৃষ্টিপাত কম হলে আশানুরুপ ফলন এবং কৃষকরা লাভবান হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অাালু ক্ষেত ঘুরে দেখে মনে হয়, সবুজ অালুগাছের নিকানো প্রান্তরগুলো যেনো কৃষকের হাসির রং ছড়াচ্ছে।  কৃষকদের সাথে অালাপ করে  জানা যায় যে, মৌসুমের শুরুতে যখনই আলুর বীজ লাগানো শুরু হয়, তখনই আকস্মিকভাবে নেমে আসে অসময়ের অনাকাক্ষিত বৃষ্টি, এতে অালুর বীজ কিছুটা পচন দেখা দিলেও সময়োপযোগী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও  কৃষকদের হার না মানা পরিশ্রমে অালুর বীজের তেমন একটা ক্ষতি হয়নি, তবে প্রত্যন্ত চরাঞ্চলে কিছু আলু ক্ষেতের বীজ ৬০ ভাগ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের পুনরায় বীজ রোপন করতে হয়েছে, অাবার কেউ কেউ অালুর পরিবর্তে সেখানে মরিচের চাষ করেছেন। তবে বর্তমান মৌসুমে অালুর বাজার দর  নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের কৃষক অাবু তাহের ও নছির হোসেন বলেন, সার-কিটনাশক ও বীজের খরচসহ গন্ডা প্রতি প্রায় ৩ হাজার টাকা ব্যয় হয়েছে। আবার এবছর শুরুতে বৃষ্টির কারণে ক্ষেতে বেশকিছু জায়গায় আলুর বীজ পচে যাওযায় সেখানে পুনরায় বীজ রোপন করতে হয়েছে। ফলন ভাল হলেও এতে করে বাজার দর কম হলে লোকসান গুনতে হবে বলে জানান তারা।

নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের  কৃষক শাহে অালম মিঝি বলেন, আমি এ বছর ২ একর  জমিতে   আলুর বীজ লাগিয়েছি। এ পর্যন্ত আলু গাছের গঠন দেখে মনে হচ্ছে বাকি দিনগুলোতে যদি আবহাওয়া ভাল থাকে আশানুরূপ ফলন পাবো।

আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ  গ্রামের আলু চাষি মোঃ হোসেন মিয়া বলেন, আমি এ বছর ১ একর জমিতে আলু লাগিয়েছি। আকাশ ভাল থাকলে ও ছত্রাক আক্রমণ না করলে এ বছর আলুর ভালো ফলন পাবো বলে আশা করছি।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আবু হাসনাইন বলেন, চরফ্যাসন উপজেলায় এ বছর আবহাওয়াজনিত কারণে আলুর তেমন একটা ক্ষতি হয়নি। প্রথম দিকে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিলেও কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সময়োপযোগী পরামর্শ দিয়ে সমাধান করেছি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ও আগামী দিনেও যদি ঘন কূয়াশা না থাকে, আকাশ রৌদ্রজ্জ্বল  থাকে এবং প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হয়, তাহলে চরফ্যাসন উপজেলায়  আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:১২ অপরাহ্ণ

এ কে এম গিয়াস উদ্দিন, ভোলাঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন  উপজেলায় চলতি মৌসুমে গোল আলুর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলার ২২টি ইউনিয়নের চাষযোগ্য জমিতে এখন দেখা যাচ্ছে শুধু সবুজ আলুগাছের নিকানো প্রান্তর। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার কারনে আলু গাছ ভালো অবস্থায় রয়েছে, তবে আকার ২০ থেকে ২৫দিন আবহাওয়া এরকম অনুকূলে থাকলে চরফ্যাসন উপজেলায় গোল আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন, কৃষক ও কৃষি কর্মকর্তারা।

চরফ্যাসন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, এ বছর চরফ্যাসন উপজেলায় গত বছর প্রায় ২ হাজার ২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, সে অনুযায়ী এ বছর অালু চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ২৫ হেক্টর, তবে  চাষ হয়েছে ২ হাজার ২০ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, গত মৌসুমে অতি বৃষ্টির কারণে আলু চাষে কিছুটা লোকসান হওয়ায় এ বছর ৫ হেক্টর কম জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে এখন থেকে ঘন কুয়াশা ও বৃষ্টিপাত কম হলে আশানুরুপ ফলন এবং কৃষকরা লাভবান হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অাালু ক্ষেত ঘুরে দেখে মনে হয়, সবুজ অালুগাছের নিকানো প্রান্তরগুলো যেনো কৃষকের হাসির রং ছড়াচ্ছে।  কৃষকদের সাথে অালাপ করে  জানা যায় যে, মৌসুমের শুরুতে যখনই আলুর বীজ লাগানো শুরু হয়, তখনই আকস্মিকভাবে নেমে আসে অসময়ের অনাকাক্ষিত বৃষ্টি, এতে অালুর বীজ কিছুটা পচন দেখা দিলেও সময়োপযোগী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও  কৃষকদের হার না মানা পরিশ্রমে অালুর বীজের তেমন একটা ক্ষতি হয়নি, তবে প্রত্যন্ত চরাঞ্চলে কিছু আলু ক্ষেতের বীজ ৬০ ভাগ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের পুনরায় বীজ রোপন করতে হয়েছে, অাবার কেউ কেউ অালুর পরিবর্তে সেখানে মরিচের চাষ করেছেন। তবে বর্তমান মৌসুমে অালুর বাজার দর  নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের কৃষক অাবু তাহের ও নছির হোসেন বলেন, সার-কিটনাশক ও বীজের খরচসহ গন্ডা প্রতি প্রায় ৩ হাজার টাকা ব্যয় হয়েছে। আবার এবছর শুরুতে বৃষ্টির কারণে ক্ষেতে বেশকিছু জায়গায় আলুর বীজ পচে যাওযায় সেখানে পুনরায় বীজ রোপন করতে হয়েছে। ফলন ভাল হলেও এতে করে বাজার দর কম হলে লোকসান গুনতে হবে বলে জানান তারা।

নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের  কৃষক শাহে অালম মিঝি বলেন, আমি এ বছর ২ একর  জমিতে   আলুর বীজ লাগিয়েছি। এ পর্যন্ত আলু গাছের গঠন দেখে মনে হচ্ছে বাকি দিনগুলোতে যদি আবহাওয়া ভাল থাকে আশানুরূপ ফলন পাবো।

আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ  গ্রামের আলু চাষি মোঃ হোসেন মিয়া বলেন, আমি এ বছর ১ একর জমিতে আলু লাগিয়েছি। আকাশ ভাল থাকলে ও ছত্রাক আক্রমণ না করলে এ বছর আলুর ভালো ফলন পাবো বলে আশা করছি।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আবু হাসনাইন বলেন, চরফ্যাসন উপজেলায় এ বছর আবহাওয়াজনিত কারণে আলুর তেমন একটা ক্ষতি হয়নি। প্রথম দিকে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিলেও কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সময়োপযোগী পরামর্শ দিয়ে সমাধান করেছি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ও আগামী দিনেও যদি ঘন কূয়াশা না থাকে, আকাশ রৌদ্রজ্জ্বল  থাকে এবং প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হয়, তাহলে চরফ্যাসন উপজেলায়  আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ