মিনহাজুল ইসলামের ডাকে নীলফামারীতে হাজার হাজার দর্শক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিনহাজুল ইসলামের ডাকে নীলফামারীতে হাজার হাজার দর্শক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৮:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

মিনহাজুল ইসলামের ডাকে নীলফামারীতে হাজার হাজার দর্শক

রাকিব হাসান, সৈয়দপুর, নীলফামারীঃ গোটা নীলফামারী জেলায় আবারও ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে। কেনই বা আমেজ ছড়িয়ে পড়বে না? গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হোম ভেন্যু যে এবারও নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। গতকাল ১৩ই ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস বনাম নবাগত উত্তরবারি ধারা ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দ্বাদশ আসর। * নীলফামারীর জেলার প্রত্যেক উপজেলা,ইউনিয়ন থেকে বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা সাধারন সস্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজের ডাকে শত শত পিকআপ,বাস,মাইক্রো,মোটরসাইকেল যোগে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আসতে দেখা যায় দর্শকদের। শুধু তাই নয় ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল নিয়ে মাঠে প্রবেশ করে বসুন্ধরা কিংসের হাজার হাজার সমর্থক। অল্প সময়ের ভিতরেই স্টেডিয়াম ভরপুর প্রিয় দলের খেলা দেখতে আনন্দিত ও উল্লাসিত সকলে। * বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩ টা১৫ মিনিটে নীলফামারীর আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বেশকিছু আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা কিংস। তবে শেষ পর্যন্ত দলকে জয়বিহীন শুরুর ধাক্কা পেতে দেননি অধিনায়ক। * খেলার শুরু থেকে বসুন্ধরা কিংসের অসংখ্য আক্রমণ সামাল দিলেও শেষ পর্যন্ত আর নিজেদের জাল সুরক্ষিত রাখতে পারেনি উত্তর বারিধারা। ম্যাচের ৮৬তম মিনিটে বসুন্ধরাকে স্বস্তির গোল এনে দেন কলিনদ্রেস। সুফিলের ক্রস ধরতে ব্যর্থ হন বারিধারার গোলরক্ষক। আর এই সুযোগ কাজে লাগিয়ে আলতো টোকায় বল জালে ঠেলে দেন বসুন্ধরার কোস্টারিকান তারকা। * উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) নতুন আসরে যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক দেনিয়েল কলিনদ্রেস। ঘরের মাঠে খেলা হওয়ায় বসুন্ধরাকে সমর্থন জানাতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। গ্যালারি সেজেছিল কিংসের জার্সির রঙে তথা লাল সাদা রঙে। এমনকি উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল পুরো শহরজুড়ে। দিনশেষে অবশ্য হতাশ হতে হয়নি স্বাগতিক দর্শকদের। ঘরের দলের জয়ের পর উৎসবটা হয়েছে আরও রঙিন * খেলা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বসুন্ধরার হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে বিপিএল’র উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

মিনহাজুল ইসলামের ডাকে নীলফামারীতে হাজার হাজার দর্শক

শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৮:৫৯ অপরাহ্ণ

রাকিব হাসান, সৈয়দপুর, নীলফামারীঃ গোটা নীলফামারী জেলায় আবারও ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে। কেনই বা আমেজ ছড়িয়ে পড়বে না? গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হোম ভেন্যু যে এবারও নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। গতকাল ১৩ই ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস বনাম নবাগত উত্তরবারি ধারা ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দ্বাদশ আসর। * নীলফামারীর জেলার প্রত্যেক উপজেলা,ইউনিয়ন থেকে বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা সাধারন সস্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজের ডাকে শত শত পিকআপ,বাস,মাইক্রো,মোটরসাইকেল যোগে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আসতে দেখা যায় দর্শকদের। শুধু তাই নয় ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল নিয়ে মাঠে প্রবেশ করে বসুন্ধরা কিংসের হাজার হাজার সমর্থক। অল্প সময়ের ভিতরেই স্টেডিয়াম ভরপুর প্রিয় দলের খেলা দেখতে আনন্দিত ও উল্লাসিত সকলে। * বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩ টা১৫ মিনিটে নীলফামারীর আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বেশকিছু আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা কিংস। তবে শেষ পর্যন্ত দলকে জয়বিহীন শুরুর ধাক্কা পেতে দেননি অধিনায়ক। * খেলার শুরু থেকে বসুন্ধরা কিংসের অসংখ্য আক্রমণ সামাল দিলেও শেষ পর্যন্ত আর নিজেদের জাল সুরক্ষিত রাখতে পারেনি উত্তর বারিধারা। ম্যাচের ৮৬তম মিনিটে বসুন্ধরাকে স্বস্তির গোল এনে দেন কলিনদ্রেস। সুফিলের ক্রস ধরতে ব্যর্থ হন বারিধারার গোলরক্ষক। আর এই সুযোগ কাজে লাগিয়ে আলতো টোকায় বল জালে ঠেলে দেন বসুন্ধরার কোস্টারিকান তারকা। * উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) নতুন আসরে যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক দেনিয়েল কলিনদ্রেস। ঘরের মাঠে খেলা হওয়ায় বসুন্ধরাকে সমর্থন জানাতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। গ্যালারি সেজেছিল কিংসের জার্সির রঙে তথা লাল সাদা রঙে। এমনকি উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল পুরো শহরজুড়ে। দিনশেষে অবশ্য হতাশ হতে হয়নি স্বাগতিক দর্শকদের। ঘরের দলের জয়ের পর উৎসবটা হয়েছে আরও রঙিন * খেলা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বসুন্ধরার হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে বিপিএল’র উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত