লিটনের ফিফটি, সাজঘরে তামিম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লিটনের ফিফটি, সাজঘরে তামিম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০১, ২০২০ ২:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

লিটনের ফিফটি, সাজঘরে তামিম

অনলাইন নিউজঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ১০২ রান। মাঠে আছেন লিটন দাস (৬১ রান) ও নাজমুল হোসেন শান্ত (১৪ রান)।

এর আগে রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস জিতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে মাঠে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তামিম। লিটন ব্যাট চালিয়ে গেলেও তামিম মন্থরগতিতে রান তুলতে থাকেন। কিন্তু নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ৪৩ বলে ২৪ রানে ফিরেছেন।

উইসলে মাধেভের বলটি এলবিডব্লিউর শিকার হলে আম্পায়ার সোজা আঙুল তুলেন। কিন্তু তামিম রিভিউ নিলেন; শান্তর সাথে আলোচনা করেই নিয়েছিলেন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম। ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। তামিম রিভিউ নেওয়ার পর বল ট্যাকিংয়ে দেখা গেছে বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। রিভিউ খুইয়ে ফিরে যান তামিম।

তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিভাভা, টিনেশে কামুনহুকামাওয়ে, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, ক্রিস এমপোফু ও কার্ল মাম্বা।

দৈনিক বরিশাল ২৪

লিটনের ফিফটি, সাজঘরে তামিম

রবিবার, মার্চ ১, ২০২০ ২:৪০ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ১০২ রান। মাঠে আছেন লিটন দাস (৬১ রান) ও নাজমুল হোসেন শান্ত (১৪ রান)।

এর আগে রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস জিতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে মাঠে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তামিম। লিটন ব্যাট চালিয়ে গেলেও তামিম মন্থরগতিতে রান তুলতে থাকেন। কিন্তু নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ৪৩ বলে ২৪ রানে ফিরেছেন।

উইসলে মাধেভের বলটি এলবিডব্লিউর শিকার হলে আম্পায়ার সোজা আঙুল তুলেন। কিন্তু তামিম রিভিউ নিলেন; শান্তর সাথে আলোচনা করেই নিয়েছিলেন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম। ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। তামিম রিভিউ নেওয়ার পর বল ট্যাকিংয়ে দেখা গেছে বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। রিভিউ খুইয়ে ফিরে যান তামিম।

তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিভাভা, টিনেশে কামুনহুকামাওয়ে, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, ক্রিস এমপোফু ও কার্ল মাম্বা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ