বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২০ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক

অনলাইন নিউজঃ পটুয়াখালীতে বুধবার ভোরে ট্রলারভর্তি ১ হাজার ৪০০ বস্তা চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন হলেন চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে।

পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসানের বরাত দিয়ে অ্যাডিশনাল এসপি বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চালবোঝাই একটি ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙর করে স্থানীয় একটি গুদামে চাল উঠাচ্ছিল।

উদ্ধার হওয়া ওই চালের বস্তায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়। আটকরা পুলিশকে তাৎক্ষণিকভাবে  জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জন প্রতিনিধির কাছ থেকে চাল ক্রয় করে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং, তদবির চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনায় এসপি মইনুল হাসান জানান, এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাউফল উপজেলার কেশবপুর ইউপির ইউপি সদস্য (মেম্বার) মোসা. লিপি বেগমের বাসায় অভিযান চালিয়ে চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বালী তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব।

দৈনিক বরিশাল ২৪

বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০ ১:২৬ পূর্বাহ্ণ

অনলাইন নিউজঃ পটুয়াখালীতে বুধবার ভোরে ট্রলারভর্তি ১ হাজার ৪০০ বস্তা চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন হলেন চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে।

পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসানের বরাত দিয়ে অ্যাডিশনাল এসপি বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চালবোঝাই একটি ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙর করে স্থানীয় একটি গুদামে চাল উঠাচ্ছিল।

উদ্ধার হওয়া ওই চালের বস্তায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়। আটকরা পুলিশকে তাৎক্ষণিকভাবে  জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জন প্রতিনিধির কাছ থেকে চাল ক্রয় করে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং, তদবির চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনায় এসপি মইনুল হাসান জানান, এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাউফল উপজেলার কেশবপুর ইউপির ইউপি সদস্য (মেম্বার) মোসা. লিপি বেগমের বাসায় অভিযান চালিয়ে চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বালী তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত