বন্ধ দোকানের বাথরুমে পাওয়া গেলো ১৫ জন ক্রেতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্ধ দোকানের বাথরুমে পাওয়া গেলো ১৫ জন ক্রেতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৯, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

বন্ধ দোকানের বাথরুমে পাওয়া গেলো ১৫ জন ক্রেতা

শামীম আহমেদ: বরিশালে প্রাণঘাতী করোনা ভাইরাস নগরবাশীকে মুক্ত ও সুস্থ রাখার জন্য নগরীর সবচেয়ে বাণিজ্যিক এলাকা চকবাজার গ্রিজ্জামহল­া, কাটপট্রি ও বাজার রোড সহ বিভিন্ন এলাকার দ্বীতিয় বারের মত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করার পরও ঈদ আনন্দ উপভোগকারী বিলাশিতা মহিলা ক্রেতা ও ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কবার্তা,অর্থ জরিমানা করার পরও এদের লাগাম টেনে ধরে রাখতে পারছেনা জেলা প্রাশসক।

জেলা প্রশাসকের কঠোর নির্দেশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চকবাজারের ব্যবসায়ীরা খেলছেন চোর-পুলিশ খেলা। অন্যদিকে ঈদের মার্কেট করতে আসা পুরুষ ক্রেতাদের চেয়ে বেপরোয়া মহিলা ক্রেতাগণ তাদেরকে কোনভাবেই আটকাতে পারছেনা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটরা বাহিরে আসার কারন জানতে চাইলে দেখাচ্ছেন তারা নানা অজুহাত।

আজ মঙ্গলবার থেকে নগরীর সকল মার্কেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা করার পরও সকাল থেকে নগরীর চকবাজার, পদ্ধাবতী কাটপট্রি,গ্রিজ্জা মহল­া ও ফজলুল হক এ্যাভিনিয় এলাকার হাজি মহসিন মার্কেটে বিগত দিনের মত ভীড় দেখা যায় চোখে পড়ার মত।

অণ্যদিকে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ব্যবসার ধারন পাল্টিয়ে নতুন পদ্ধতিতে বেচা-বিক্রি করতে দেখা যায়। দোকানের সামনে প্রতিষ্ঠানের কর্মচারীদের দাঁড় করিয়ে রেখে ক্রেতা ভিতরে পাঠিয়ে দিয়ে পুনরায় সামনের সাটার টেনে তালা ঝুলিয়ে দিচ্ছে।

এসময় তারা গণমাধ্যম কর্মী ও প্রশাসনের লোকজন দেখা মাত্রই দোকান বন্ধ রেখে সামনের সড়কে হাটা চলা করে ক্রেতাদের মত করে।

এসময় জেলা প্রশাসনের মোবাইল কোর্টের ম্যজিষ্ট্রেট রুমানা আফরোজ চকবাজার এলাকায় বেশকিছু মহিলা ক্রেতা,মটর বাইকে ৩জন নিয়ে চলাচলের সময় তাদেরকে চরম সতর্কবার্তা প্রদান করেন।

এসময় তিনি হঠাৎ করে চকবাজারের নিউ বিশ্বশ্রী নামের একটি বন্ধ দোকানের সামনে এস অবস্থান নেয়। পরবর্তী দোকান মালিক নাটকিয়ভাবে এসে হাজির হলে তাকে দোকানের তারা খুলতে বলে সেসময় দোকান মালিক তালা খুলে ভিতরের সামনে কোন ক্রেতা পাওয়া না গেলেও দোকোনের শেষ প্রান্তে রয়েছে তালা মারা শাড়ির শোরুম এসময় দোকান মালিকের কাছে জানতে চাওয়া ওটা কিশের রুম তখন তারা বলেন বাথরুম তখন তাকে বাথরুরেমর তালা খুলতেই দেখা যায় শাড়ির শোরুম রয়েছে মহিলা-পুরুষ ও শিশু সহ ১৫ থেকে ২০ ক্রেতা এবং দেখা যায় তারা সকলেই কাপড়-শাড়ি ফোড়ক কিনে বসে আছে শুধু বেড় হয়ে যাবার অপেক্ষা।

মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেটের সাথে মিথ্যা কথার আশ্রয় নেয়ার অপরাধে তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজমুলহুদা একদল সেনা সদস্য ও র‌্যাব সদস্য নিয়ে নগরীর একধিক এলাকায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষনার প্রথম দিনে জরিমানার চেয়ে মানবিক বিবেচনায় সকল প্রতিষ্ঠান বন্ধ ও সড়কে জনসমাগম শুণ্যের কোঠায় আনার জন্য মাইকিং করেন।

একই সময় একাধিকবার নিষেধ করার পরও দোকান খোলা রাখার অপরাধে নাজমুল হুদা কয়েকটি দোকান মালিককে জরিমানার আওতায় আনা হয়।

এ ব্যাপারে বরিশাল জেলা করোনা প্রতিদরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ আবার হঠাৎ করে মার্কেট বন্ধ করার কারনে হয়ত অনেকে জানে না। সেকারনে আজকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এখনো যে কয়টাদিন আছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে শুধু ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকে পথচারী ও ক্রেতা সাধারনকে কঠোর আইনের আওতায় আনা হবে।

এমনকি আইন অমান্য করার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। ক্রেতাদের অবশ্যই বুঝতে হবে ঈদ পাওয়া যাবে কিন্তু তারা যদি করোনায় আক্রান্ত হয়ে পড়ে শুধু সে নয় তার গোটা পরিবার ক্ষতিগ্রস্থ হতে পারে একথা তাদের বুঝতে হবে।ছবিঃফাইল ফটো

দৈনিক বরিশাল ২৪

বন্ধ দোকানের বাথরুমে পাওয়া গেলো ১৫ জন ক্রেতা

মঙ্গলবার, মে ১৯, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ

শামীম আহমেদ: বরিশালে প্রাণঘাতী করোনা ভাইরাস নগরবাশীকে মুক্ত ও সুস্থ রাখার জন্য নগরীর সবচেয়ে বাণিজ্যিক এলাকা চকবাজার গ্রিজ্জামহল­া, কাটপট্রি ও বাজার রোড সহ বিভিন্ন এলাকার দ্বীতিয় বারের মত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করার পরও ঈদ আনন্দ উপভোগকারী বিলাশিতা মহিলা ক্রেতা ও ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কবার্তা,অর্থ জরিমানা করার পরও এদের লাগাম টেনে ধরে রাখতে পারছেনা জেলা প্রাশসক।

জেলা প্রশাসকের কঠোর নির্দেশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চকবাজারের ব্যবসায়ীরা খেলছেন চোর-পুলিশ খেলা। অন্যদিকে ঈদের মার্কেট করতে আসা পুরুষ ক্রেতাদের চেয়ে বেপরোয়া মহিলা ক্রেতাগণ তাদেরকে কোনভাবেই আটকাতে পারছেনা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটরা বাহিরে আসার কারন জানতে চাইলে দেখাচ্ছেন তারা নানা অজুহাত।

আজ মঙ্গলবার থেকে নগরীর সকল মার্কেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা করার পরও সকাল থেকে নগরীর চকবাজার, পদ্ধাবতী কাটপট্রি,গ্রিজ্জা মহল­া ও ফজলুল হক এ্যাভিনিয় এলাকার হাজি মহসিন মার্কেটে বিগত দিনের মত ভীড় দেখা যায় চোখে পড়ার মত।

অণ্যদিকে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ব্যবসার ধারন পাল্টিয়ে নতুন পদ্ধতিতে বেচা-বিক্রি করতে দেখা যায়। দোকানের সামনে প্রতিষ্ঠানের কর্মচারীদের দাঁড় করিয়ে রেখে ক্রেতা ভিতরে পাঠিয়ে দিয়ে পুনরায় সামনের সাটার টেনে তালা ঝুলিয়ে দিচ্ছে।

এসময় তারা গণমাধ্যম কর্মী ও প্রশাসনের লোকজন দেখা মাত্রই দোকান বন্ধ রেখে সামনের সড়কে হাটা চলা করে ক্রেতাদের মত করে।

এসময় জেলা প্রশাসনের মোবাইল কোর্টের ম্যজিষ্ট্রেট রুমানা আফরোজ চকবাজার এলাকায় বেশকিছু মহিলা ক্রেতা,মটর বাইকে ৩জন নিয়ে চলাচলের সময় তাদেরকে চরম সতর্কবার্তা প্রদান করেন।

এসময় তিনি হঠাৎ করে চকবাজারের নিউ বিশ্বশ্রী নামের একটি বন্ধ দোকানের সামনে এস অবস্থান নেয়। পরবর্তী দোকান মালিক নাটকিয়ভাবে এসে হাজির হলে তাকে দোকানের তারা খুলতে বলে সেসময় দোকান মালিক তালা খুলে ভিতরের সামনে কোন ক্রেতা পাওয়া না গেলেও দোকোনের শেষ প্রান্তে রয়েছে তালা মারা শাড়ির শোরুম এসময় দোকান মালিকের কাছে জানতে চাওয়া ওটা কিশের রুম তখন তারা বলেন বাথরুম তখন তাকে বাথরুরেমর তালা খুলতেই দেখা যায় শাড়ির শোরুম রয়েছে মহিলা-পুরুষ ও শিশু সহ ১৫ থেকে ২০ ক্রেতা এবং দেখা যায় তারা সকলেই কাপড়-শাড়ি ফোড়ক কিনে বসে আছে শুধু বেড় হয়ে যাবার অপেক্ষা।

মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেটের সাথে মিথ্যা কথার আশ্রয় নেয়ার অপরাধে তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজমুলহুদা একদল সেনা সদস্য ও র‌্যাব সদস্য নিয়ে নগরীর একধিক এলাকায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষনার প্রথম দিনে জরিমানার চেয়ে মানবিক বিবেচনায় সকল প্রতিষ্ঠান বন্ধ ও সড়কে জনসমাগম শুণ্যের কোঠায় আনার জন্য মাইকিং করেন।

একই সময় একাধিকবার নিষেধ করার পরও দোকান খোলা রাখার অপরাধে নাজমুল হুদা কয়েকটি দোকান মালিককে জরিমানার আওতায় আনা হয়।

এ ব্যাপারে বরিশাল জেলা করোনা প্রতিদরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ আবার হঠাৎ করে মার্কেট বন্ধ করার কারনে হয়ত অনেকে জানে না। সেকারনে আজকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এখনো যে কয়টাদিন আছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে শুধু ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকে পথচারী ও ক্রেতা সাধারনকে কঠোর আইনের আওতায় আনা হবে।

এমনকি আইন অমান্য করার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। ক্রেতাদের অবশ্যই বুঝতে হবে ঈদ পাওয়া যাবে কিন্তু তারা যদি করোনায় আক্রান্ত হয়ে পড়ে শুধু সে নয় তার গোটা পরিবার ক্ষতিগ্রস্থ হতে পারে একথা তাদের বুঝতে হবে।ছবিঃফাইল ফটো

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত